পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেড একটি বে-মেয়াদি বন্ড (Perpetual Bond) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্ডের মাধ্যমে বাজার থেকে ৭০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় ব্যাংকটি।
বুধবার অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংকের ৬৩৯তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সাউথইস্ট ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, ব্যাংকের টিয়ার-১ মূলধন বাড়ানোর লক্ষ্যে আলোচিত বন্ড ছেড়ে টাকা উত্তোলন করা হবে।
সিদ্ধান্তটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসাপেক্ষে কার্যকর হবে।