সম্প্রতি রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ষষ্ঠ শাখার উদ্বোধন করা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় ব্যাংকের নির্বাহী পর্ষদ চেয়ারম্যান মো. সাহাবুদ্দিনসহ অন্যান্য পরিচালক ও উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ। অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক-শুভানুধ্যায়ী, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।