শুরু হয়েছে বীমা মেলার শেষ সময়ের কাউন্ট ডাউন্ট। দেশের বীমা প্রতিষ্ঠান নিজেদের গণমানুষের সামনে তুলে ধরতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আগামী ২৪ জানুয়ারি বিভাগীয় শহর খুলনায় সার্কিট হাউজ মাঠে সকাল ১০টায় শুরু হতে যাচ্ছে দু দিনব্যাপী বীমা মেলা।
এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান অর্থবাংলাডটকমকে বলেন, বীমা মেলা গ্রাহক ও বীমা প্রতিষ্ঠানের মধ্যে একটি অসাধারণ সেতুবন্ধন তৈরী করে। সুন্দর বিশাল একটি আয়োজনের মধ্য দিয়ে প্রান্তিক মানুষের খুব কাছে সেবা পৌছানো সম্ভব। আইডিআরকে ধন্যবাদ এ ধরনের উদ্দ্যোগ গ্রহনের জন্য। এই মেলার সফলতার মধ্যদিয়ে দেশব্যাপী বীমা শিল্প অনেক এগিয়ে যাবে।
বীমা মেলা উপলক্ষ্যে রোববার থেকে খুলনা বিভাগের সকল বীমা কোম্পানিকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক এবং জনবহুল স্থানে বীমা মেলার ব্যানার, ফেস্টুন প্রদর্শনের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ ছা্ড়াও বীমা মেলার মঞ্চে প্রদর্শনের জন্য দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা প্রতিষ্ঠানের কাছে বীমা সম্পর্কিত আকর্ষণীয় ও তথ্যবহুল ভিডিও ক্লিপ চেয়ে চিঠি দেয়া হয়েছে।
বিভাগীয় এ বীমা মেলার উদ্বোধন করবেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জানিয়েছে, আইডিআরএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ও মেলা আয়োজক কমিটির সদস্য সচিব খলিল আহমদ।
মেলা বাস্তবায়নে আইডিআর সদস্য গকুল চাঁদ দাসকে সভাপতি করে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এর আগে ২০১৬ সালে রাজধানীতে প্রথম বারের মতো বীমা মেলা আয়োজন করা হয়। এরপর সিলেট এবং বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয় বিভাগী পর্যায়ের বীমা মেলা।