বীমা প্রতিষ্ঠান নিয়ে আইডিআরএ’র সার্কুলার বাতিলের দাবি

জিনান মাহমুদ

বীমা উন্নয়ন এ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নন-লাইফ সার্কুলার নং- ৭৫/২০২০ বাতিলের দাবী জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অফিসার্স ফোরাম।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে আইডিআরএর কার্যালয়ে সংগঠনটি শতাধিক বীমা কর্মী নিয়ে এ দাবী জানায়। এসময় তারা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে একটি স্বারকলিপিও দিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অফিসার্স ফোরাম-এর আহবায়ক মোহাম্মদ নূরুল হুদা ডিউক অর্থবাংলাডটকমকে বলেন, বেসরকারী সাধারণ বীমা উন্নয়ন কর্মকর্তাদের চাকুরী ও পদমর্যাদা বহাল রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বীমা উন্নয়ন কর্মকর্তাদের পদমর্যাদা বিলীন করে বীমা এজেন্ট হিসাবে পদায়ন করার আইডিআরএর নন-লাইফ সার্কুলার নং ৭৫/২০২০ বাতিল করতে হবে।

 

নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যবসা জন্য ১ মার্চ ২০২০ তারিখ থেকে সকল উন্নয়ন কর্মকর্তাদেরকে কমিশনের ভিত্তিতে বীমা এজেন্ট হিসেবে পদায়ন করতে হবে- এমন নির্দেশনা দিয়ে গত ১০ ফেব্রুয়ারি সার্কুলার জারি করে আইডিআরএ।

ওই সার্কুলারে আরো বলা হয়, নন-লাইফ বীমা কোম্পানিগুলো বেতন-ভাতা খাতে নীট প্রিমিয়ামের ১০ শতাংশের বেশি খরচ করতে পারবে না।

এ ছাড়াও বীমা আইন, ২০১০ এর ৫৮(১) ধারা অনুযায়ী নন-লাইফ বীমা কোম্পানির বীমা এজেন্ট ব্যতীত অন্য কারএ কমিশন বা অন্য কোন নামে পারিশ্রমিক বা পারিতোষিক পরিশোধ না করার যে আইন রয়েছে তা যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দেয়া হয়।