বীমা শিল্পের প্রসারতায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কে উইমেনস উইং খোলার আহবান জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য ড. এম মোশাররফ হোসেন। বলেন, বীমা খাত বিকাশে ছেলেদের পাশাপাশি মেয়েদের এগিয়ে নিয়ে আসতে হবে। মেয়েরা কর্মীরা ছেলেদের চেয়ে আর্থিক লেনদেনে স্বচ্ছ থাকেন উল্লেখ করেন তিনি। একইসাথে ছেলেদের চেয়ে মেয়েদের মিস সেলিং কম হয় বলেও মন্তব্য করেন এই বীমা ব্যক্তিত্ব।
রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে সোমবার জেনিথ ইসলামী লাইফের বর্ষ সমাপনী সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে ড. এম মোশাররফ হোসেন এসব কথা বলেন।
বীমা পেশাকে প্রাণ দিয়ে ভালোবাসার আহ্বান জানিয়ে আইডিআরএ’র সদস্য বলেন, বীমা খাতকে ভালোবাসলে মানুষ উপকৃত হবে। প্রতিষ্ঠান লাভবান হবে, দেশের অর্থনীতি এগিয়ে যাবে। বীমা পেশার সাথে যারা জড়িয়ে আছেন, তারাও লাভবান হবেন।
পরিশ্রমে সফলতা আনে এমন মন্তব্য করে ড. মোশাররফ বলেন, ঝুঁকিপূর্ণ মানুষের নিরাপত্তার নিশ্চিত করার জন্যই বীমা। এ ব্যবসা পরিচালনা মূলত জ্ঞানের বিষয়, প্রযুক্তিগত বিষয়। এখানে কমিটমেন্টের প্রয়োজন আছে। নিজেরদের শক্তি ও দক্ষতা সম্পর্কে ধারণা থাকতে হবে, দুর্বলতা ও চ্যালেঞ্জগুলো জানতে হবে। কর্মস্থলে এগিয়ে যেতে চাইলে দক্ষতা অর্জন করতে হবে, সে অনুযায়ী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা ও সিইও এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান ও সাবেক এমপি, মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার।
সম্মেলন অনুষ্ঠানে গ্রাহকের বীমা দাবি দ্রুত সময়ে পরিশোধ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী।
তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় লাইফ বীমায় পিছিয়ে আছে বাংলাদেশ। এ জায়গা থেকে নিজেদেরকে বেড়িয়ে আসতে হবে। তাই শুধুমাত্র ব্যবসা করার মানসিকতা নিয়ে বীমা কোম্পানির অনুমোদন নেইনি। বীমা কোম্পানির অনুমোদন নিয়েছি, কর্মসংস্থান সৃষ্টির জন্য। দেশের জনসাধারণের সেবা করার জন্য। জনগনের কল্যানে নিবেদিত বীমা খাত, এই বিশ্বাস অন্তরে লালন করতে হবে।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্ষ সমাপনী সম্মেলনে ২৮টি সার্ভাইবাল বেনিফিট (এসবি)’র চেক বাবদ ৫ লাখ ৪৫ হাজার ৫৯৮ টাকা এবং ২টি মৃত্যু দাবি ১ লাখ ৮০ হাজার ২৫০ টাকা পরিশোধ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে সারাদেশ থেকে কোম্পানির প্রায় ৫শ’ কর্মী ও কর্মকর্তা অংশ নিয়েছেন।
সম্মেলনে স্বাগত বক্তব্যে জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, কোনভাবেই ভুল তথ্য দিয়ে বীমা করা যাবে না। ভুল তথ্য দিয়ে পলিসি করা হলে গ্রাহকের পাশাপাশি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। বীমা সম্পর্কে মানুষের মাঝে ভুল ধারণা তৈরি হয়, যা কোনভাবে কাম্য নয়।
এস এম নুরুজ্জামান আরো বলেন, গ্রাহক নিরাপত্তা এবং কাজের স্বচ্ছতার জন্য প্রিমিয়ামের টাকা ব্যাংক, বিকাশ ও রকেট এর মাধ্যমে জমা নিশ্চিত করতে হবে। গ্রাহকদের টাকা চেকের মাধ্যমে দিতে হবে, নগদ টাকা প্রদান করা যাবে না।
বীমা কর্মীদের দীর্ঘ মেয়াদী চাকরির নিশ্চয়তার জন্য গ্রুপ বীমা, স্বাস্থ্য বীমা ও পেনশন বীমা গ্রহণের অনুরোধ জানান এস এম নুরুজ্জামান।
অবিলম্বে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসার চেষ্টা করছে জেনিথ লাইফ, এমন তথ্য জানিয়ে- ব্যবসা বৃদ্ধির জন্য ১ম বর্ষ ও নবায়ন প্রিমিয়াম সংগ্রহের হার বাড়ানোর প্রতি সবাইকে মনযোগী হওয়ার আহ্বান জানান এই মূখ্য নির্বাহী কর্মকর্তা ।