দিনাজপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন সম্মেলন হয়েছে। অনুষ্ঠানে গ্রাহকের মৃত্যুর বীমা দাবির চেক প্রদান করা হয়।
বুধবার (২২ জানুয়ারি) জেনিথ ইসলামী লাইফের দিনাজপুর সার্ভিস সেন্টারের আয়োজনে এই চেক প্রদান ও উন্নয়ন সম্মেলন হয়।
দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান।
দিনাজপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ প্রভাষক মকলেছুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি মুহাম্মাদ কামরুল ইসলাম, ডিএমডি আব্দুল মজিদ, সৈবুর রহমান, ডিজিএম নিজাম উদ্দিন, পিডি গোলাম মর্তুজা মাসুদ, প্রভাষক আব্দুর রশিদ, আসাদুজ্জামান দুলাল চৌধুরী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার দিনাজপুর জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান হিরু।
রেজাউল নামের একজন বীমা গ্রাহকের নমিনিকে চার লাখ ১৪ হাজার টাকা বীমা দাবির চেক দেয়া হয়।
এই গ্রাহক ২৯ হাজার ৯৭০ টাকার দুটি কিস্তি জমা দিয়ে মারা যান।