ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভা করেছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
২৭ অক্টোবর বুধবার সকালে লালমোহন সার্ভিস সেন্টার এ উন্নয়ন সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা লাইফ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার, বিশেষ অতিথি ছিলেন, হেড অব মার্কেটিং মোঃ জসীম উদ্দিন।
সভাপতিত্ব করেন জেনারেল ম্যানেজার (উন্নয়ন) মোঃ মেজবাহ উদ্দিন আরজু। সভায় শতাধিক বীমা কর্মী-কর্মকর্তা এবং গ্রাহক উপস্থিত ছিলেন।
গ্রাহকদের উদ্দেশ্যে যমুনা লাইফ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার বলেন, বীমা বিপদের বন্ধু। জীবনের কঠিন সময় একমাত্র বীমা কর্মীই পারে মানুষের পাশে দাঁড়াতে। যমুনা লাইফ চায় দেশের প্রতিটি মানুষ বীমা সেবার আওতায় আসবে।
বীমাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সবাইকে এই পেশাকে ভালোবাসতে হবে। কোম্পানিকে ভালোবাসতে হবে। কর্মস্থলে এগিয়ে যেতে চাইলে নিজের দক্ষতা অর্জন করতে হবে। মানুষ পারে না পৃথিবীতে এমন কোন কাজ নেই। ফুলটাইম কাজের মাধ্যমে সবাইকে কোম্পানির ব্যবসা বৃদ্ধি করতে হবে।
কামরুল হাসান খন্দকার আরো বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমাদের অবশ্যই প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসতে হবে। এজন্য আমাদের ব্যবসা বৃদ্ধি, নবায়ন প্রিমিয়াম সংগ্রহের হার বাড়ানোর কোন বিকল্প নেই।