ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরসংকর গ্রামের নাপিতেরহাটসংলগ্ন বিষখালী নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর।
স্থানীয়রা ও পুলিশ প্রাথমিক ধারণা করছেন, গত শুক্রবার ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক যাত্রী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। এটি ওই নিখোঁজদের মধ্যের কোনো যাত্রীর লাশ হতে পারে।
রাজাপুর থানা ওসি পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। যে জায়গায় লাশ পাওয়া গেছে ও জায়গা ঝালকাঠি সদর থানার মধ্যে হওয়ায় তারাই ব্যবস্থা নেবেন। লঞ্চের নিখোঁজ হাওয়া যাত্রী হতে পারে বলেও প্রাথমিক ধারণা করেন তিনি।