কঠিন সময় কাটাচ্ছেন আরিয়ান খান। এই বিপদে শাহরুখ ও আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন শিবসেনার সিনিয়র নেতা কিশোর তিওয়ারি। তিনি মনে করছেন আরিয়ান খানের মৌলিক অধিকার লঙ্ঘন করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এই ব্যাপারে একজন বিচারককে দিয়ে বিষয়টি তদন্ত করে দেখার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন তিনি।
তিওয়ারি আবেদনে বলেছেন, ‘দুই বছর ধরে পক্ষপাতদুষ্ট এনসিবি চলচ্চিত্র ব্যক্তিত্ব, মডেল ও অন্য সেলেব্রিটিদের নিশানা করে হেনস্তা করছে। প্রধান বিচারপতি এনভি রমনার কাছে দিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার অনুরোধ করছি।’
২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী এক বিলাসবহুল প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এ পার্টি থেকে আরিয়ানসহ অনেককে আটক করে তারা।
আরিয়ান বর্তমানে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে আছেন। আরিয়ান খান জামিন পাবেন কি না তা জানা যাবে ২০ অক্টোবর।