বিডি পেইন্টসের কিউআইও আবেদন শুরু ২২ মে

যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য অনুমোদন পাওয়া বিডি পেইন্টস লিমিটেডের কোয়ালিফায়েড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন ২২ মে থেকে শুরু হচ্ছে। ফিক্সড প্রাইস পদ্ধতিতে ওই দিন সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। চলবে ২৬ মে বিকাল ৫টা পর্যন্ত। ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পদ্ধতির (ইএসএস) এ আবেদনের ক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের (কিউআই) কমপক্ষে ২০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ উত্তোলনের জন্য বিডি পেইন্টস লিমিটেডের কিউআইও প্রস্তাবে অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে ৮২০তম কমিশন সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

সেই সময় বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কোম্পানিটির এ কিউআইও অনুমোদন দেয়া হয়েছে।