বিজিআইসির ইপিএস বেড়েছে ৫৭ শতাংশ

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) চলতি ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৭ শতাংশ বেড়েছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩০ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা।