বিআইডিএস এর দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজধানীর মহাখালীতে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রীয় বীমা শিক্ষাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির হল রুমে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি (বিআইডিএস) এর উদ্দ্যোগে Sales & Digital Marketing বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ গত ২২ জুলাই ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।
বিআইডিএস এর ফাউন্ডার প্রেসিডেন্ট, লেখক ও প্রশিক্ষক মো. মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম ইব্রাহিম হোসাইন ACII (UK), পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি, সেলস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফিউচার এইডের সিইও মোহাম্মদ গোলাম কিবরিয়া, গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সোসাইটির জেনারেল সেক্রেটারি শফিকুল ইসলাম কানন।
সোসাইটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীলদের উপস্থিতিতে দেশের ২৫ টি বীমা কোম্পানির কর্মকর্তাদের সাথে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়।