তুহিন ভূঁইয়া:
সময়গুলো ছিলো এককেন্দ্রিক প্রতীক্ষার
ভুবনজোড়া নিষিদ্ধ টানে ব্যাকুল উন্মাদনা,
বারবার একই বৃত্তে অতৃপ্ত হেরে যাওয়া;
রক্তের শিরায়-শিরায় নক্ষত্র পতনের টান
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বালিহাঁসের বৈঠক,
অগ্নিলাভার বিছানা যেনো শরতের কাশবাগান;
মাতৃত্ব ভুলে রমণী মাপে—
ছাদ আর ভূমির মধ্যকার দূরত্ব,
স্তনমুখো শিশুর চাহনিতে
খুঁজে পায় নতুন জীবন।