বাংলাদেশে বিদেশী ও দেশী উভয় আরবিট্রেশনের অ্যাওয়ার্ড কার্যকর করার পদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি চুক্তির জন্য আরবিট্রেশনের অ্যাওয়ার্ড কার্যকর করার পদক্ষেপ নিয়েছে সরকার। ‘ভার্চুয়াল বিশ্বে বিরোধ নিষ্পত্তিতে কভিড-১৯-এর প্রভাব’ শীর্ষক এক সেমিনারে এমনটা জানান আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় বাণিজ্যিক বিরোধ নিরসন, ব্যাংকঋণ পুনরুদ্ধার, বাণিজ্যিক চুক্তি থেকে উদ্ভূত বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি (এডিআর) অনুসরণে মন্ত্রীকে সমর্থনের আহ্বান জানান বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান।
গতকাল বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ভার্চুয়াল বিশ্বে বিরোধ নিষ্পত্তিতে কভিড-১৯-এর প্রভাব’ শীর্ষক একটি সেমিনারে এমন মন্তব্য করেন তারা। বিয়াক চেয়ারম্যানের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে আরো বক্তব্য রাখেন সাবেক বিচারপতি এএফএম আবদুর রহমান, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি তারেক আফজাল, ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও হুমায়রা আজম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। আরো উপস্থিত ছিলেন বিয়াক বোর্ডের সদস্য রোকিয়া আফজাল রহমান, নিহাদ কবির, রিজওয়ান রহমান, এ কে আজাদ, কুতুবুদ্দিন আহমেদ এবং ওসামা তাসীর। এ সময় বিয়াকের সিইও মুহাম্মদ এ. (রুমী) আলী বিয়াকে গত ছয় বছরে প্রতিষ্ঠানটির কার্যক্রম ও অর্জনের সংক্ষিপ্ত বিবরণ দেন।
আইনমন্ত্রী বলেন, আরবিট্রেশন অ্যাক্ট ২০০১ ছাড়াও গত কয়েক বছরে আরো কিছু আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান সংযুক্ত করা হয়েছে। এছাড়া সরকার বাংলাদেশে বিদেশী ও দেশী উভয় আরবিট্রেশনের অ্যাওয়ার্ড কার্যকর করার পদক্ষেপ নিয়েছে, চুক্তির জন্য আরবিট্রেশনের অ্যাওয়ার্ড কার্যকর করার পদক্ষেপ নিয়েছে এবং চুক্তির জন্য আরবিট্রেশনের স্থান হিসেবে প্রাথমিকভাবে বাংলাদেশকে বেছে নিতে সব সরকারি সংস্থাকে উৎসাহিত করছে। এ সময় বিয়াকের টিকে থাকার লক্ষ্যে এর অনুকূলে ১০ কোটি টাকা সরকারি অনুদান অর্থ বিভাগে প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
এএফ হাসান আরিফ বলেন, কভিড-১৯ মহামারী বিরোধ নিষ্পত্তিসহ সব ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলছে। এতে ব্যবসায়িক সুবিধা প্রদানের লক্ষ্যে ভার্চুয়াল উপায়ে বিরোধ দ্রুত এবং সাশ্রয়ী ভিত্তিতে নিষ্পত্তি অব্যাহত নিশ্চিতকরণ ও বিরোধ নিষ্পত্তির বাধা কমানোর জন্য ভবিষ্যৎ পন্থা পুনর্মূল্যায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
এএফএম আবদুর রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে ভার্চুয়াল পদ্ধতির বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমে কিছু ত্রুটি থাকতে পারে। তবে প্রক্রিয়াটির ক্রমাগত ব্যবহারের মাধ্যমে এটি পরিশীলিত হবে।
এবি ব্যাংকের এমডি তারেক আফজাল বলেন, আদালতে বিচারাধীন মামলার জট দীর্ঘদিন ধরে আইনপ্রণেতাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিক বিচার প্রক্রিয়ার বাইরে এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিয়াক যথেষ্ট ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ট্রাস্ট ব্যাংক এমডি ও সিইও হুমায়রা আজম বলেন, ব্যবসার এই নতুন ভার্চুয়াল জগতে বিকল্প বিরোধ নিষ্পত্তি কভিড-১৯ চলাকলে বিরোধ নিষ্পত্তির ডিএনএর একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
দেশের প্রথম এবং একমাত্র বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ১০ বছর ধরে সমঝোতার ভিত্তিতে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।