১১টি ছবির নায়িকা মিষ্টি জান্নাত ‘আগে বাংলা ছবি দেখতেন না’। অথচ গত পাঁচ বছরে তিনি লাভ স্টেশন, চিনিবিবি, আমার প্রেম তুমি, তুই আমার, তুই আমার রানীসহ মোট ১১টি ছবির নায়িকা হয়েছেন। হাতে রয়েছে আরও কয়েকটি ছবি।
চ্যানেল আইয়ের ৩০০ সেকেন্ড অনুষ্ঠানে অতিথি হয়ে এসে এমন মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত।
ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’-এ অতিথি হিসেবে এসেছিলেন হালের মিষ্টি জান্নাত।