বাংলাদেশের মানুষ কখনই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এ দেশের মানুষ কখনই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয়নি।

শনিবার দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকের সমঅধিকার রয়েছে। এ সমঅধিকারের রাম-রহিমের বাংলাদেশকে যদি কেউ বিভাজন করার অপচেষ্টা করে, আমরা ধরে নেব সে জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু, মানবতার শত্রু। তাদের কীভাবে কঠোর হস্তে দমন করতে হয় তা বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো করেই জানেন।

শ ম রেজাউল করিম আরও বলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে হবে। উগ্রতা যারা সৃষ্টি করে তারা মানবতার শত্রু। সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করে তারা সভ্যতার শত্রু। তারা আল্লাহর সৃষ্টি দৃশ্যমান মানুষ হলেও অমানুষ। কোনো ধর্মে কখনই বলা হয়নি অপরের ধর্মে আঘাত কর। রাসূলুল্লাহ (সা.) ছিলেন ইসলাম ধর্মের প্রচারক। তিনিও কোনো দিন বলেননি অন্য কোনো ধর্মকে ধ্বংস করে দিতে হবে, অন্য ধর্মাবলম্বীদের জোর করে ধর্মান্তরিত করতে হবে। বরং হাদিসে এবং কুরআনে যার ধর্ম তাকে পালন করতে দিতে বলা হয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।