‘বাংলাদেশের মঙ্গল কামনা করে ভারত’

ফেনী কালিবাড়ি মন্দির, দোকানপাটে হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই-কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।  ১৯ অক্টোবর তিনি প্রথমে হামলার শিকার শহরের কেন্দ্রীয় জয়কালী মন্দির, বড় বাজারের রাজকালী মন্দির, জগন্নাথ মন্দির, হিন্দুদের দোকানপাটপ পরিদর্শন করেন।

পরে তিনি ক্ষতিগ্রস্ত শহরের জয়কালী বাড়ী এবং পরে জগন্নাথ বাড়ী ও রাজ কালী মন্দিরসহ লুট হওয়া দোকানপাট পরিদর্শন করেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিনের। এটি বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও বজায় থাকবে। বাংলাদেশ সম্প্রতি সকল ক্ষেত্রে অনেক উন্নতি করেছে, তারা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের মঙ্গল কামনা করে ভারত। তবে হামলা ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ প্রমুখ।