২০০৪ সালে যাত্রা করেছিল দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। পরবর্তী সময়ে ইউজিসির নির্দেশনা অনুযায়ী ২০১৯ সাল থেকে স্থায়ী ক্যাম্পাসে সম্পূর্ণভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে ইউল্যাব। শিক্ষার্থীদের সহায়তা ও উৎসাহ প্রদানে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ১৫ কোটি টাকা শিক্ষাবৃত্তি দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়টি। এগুলোর মধ্যে উপাচার্য বৃত্তি ও ডিন বৃত্তি উল্লেখযোগ্য।
এছাড়া, ইউল্যাবের শিক্ষার্থীরা তাদের প্রতি সেমিস্টারের ফলাফলের ওপর ভিত্তি করেও বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি পেয়ে থাকে। ইউল্যাবে ভর্তির ক্ষেত্রেও এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীরা শতভাগ পর্যন্ত শিক্ষাবৃত্তি পেয়ে থাকে।
লিবারেল আর্টস শিক্ষা ও গবেষণায় অবদার রাখার স্বীকৃতিস্বরূপ ইউল্যাব বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের শীর্ষ ১০০ সৃজনশীল বিশ্ববিদ্যালয়ের তালিকায় ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডিব্লিউইউআরআই) র্যাংকিংয়ে স্থান করে নিয়েছে ইউল্যাব। সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ (সিএএস), সেন্টার ফর বাংলা স্টাডিজ (সিবিএস), সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি (সিইএস), সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি), সেন্টার ফর অ্যাডভান্স থিওরি (সিএটি), সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল), তথ্য যাচাইবিষয়ক উদ্যোগ ফ্যাক্ট ওয়াচসহ ১০টি সমৃদ্ধ গবেষণাকেন্দ্র ইউল্যাবকে অনন্য স্বাতন্ত্র্য দিয়েছে।
শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা ও নেতৃত্বদানে সহায়তা করতে সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইউল্যাবে কো-কারিকুলার অফিসের অধীন ২৩টি সক্রিয় ক্লাব কার্যক্রম পরিচালনা করছে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ পেশাজীবনে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে ইউল্যাব ক্যারিয়ার সেন্টার অফিস। প্রফেশনাল ট্রেনিংসহ ক্যারিয়ার সহায়ক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে এ অফিসটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ শিক্ষার্থীদের পেশাগত পথ খুঁজে পেতে সহযোগিতা করে থাকে। শিক্ষার্থীদের পারিবারিক, ব্যক্তিগত ও সামাজিক সমস্যায় পরামর্শ প্রদানের জন্য রয়েছে ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস। বিভিন্ন মানসিক সমস্যায় পরামর্শের জন্য রয়েছে সাইকো-সোস্যাল কাউন্সিলর। ছাত্র-ছাত্রীদের আইনি পরামর্শের জন্য আছে আইন পরামর্শক। প্রয়োজনীয় পরিস্থিতিতে শিক্ষার্থীরা যেন তাত্ক্ষণিক ইউল্যাবের স্বাস্থ্যসেবা ও পরামর্শ সেন্টারের সহযোগিতা নিতে পারে সে ব্যবস্থাও রয়েছে ক্যাম্পাসে।