বই মেলায় দু’টি বই নিয়ে আসছেন তরুণ লেখক মাহমুদুল ইসলাম

এবারের বই মেলায় বীমা বিষয়ক দু’টি বই নিয়ে আসছেন তরুণ লেখক মো. মাহমুদুল ইসলাম। এক ফেসবুক স্ট্যাটাসে লেখক নিজেই এ তথ্য জানিয়েছেন।

মো. মাহমুদুল ইসলাম লিখেন, ‘ফেব্রুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। চলছে জোর প্রস্তুতি। এবারের বইমেলায় আমার লেখা বাংলা ভাষায় প্রথম ‘ব্যাংকাসুরেন্স’ বিষয়ক বই বাংলাদেশে ব্যাংকাসুরেন্স ও সফলতার সংকল্প নামে দুটি বই প্রকাশিত হতে যাচ্ছে।

বীমা অঙ্গণে ব্যাপক পরিচিত মুখ মো. মাহমুদুল ইসলাম। নতুন ‘বই’ প্রসঙ্গে বললেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তায় এবং একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে বীমার বহুমূখী ভূমিকা রয়েছে। বীমা খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিপণন ব্যবস্থা বহুমুখীকরণের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাংলাদেশে কর্পোরেট এজেন্টে হিসেবে ব্যাংকের মাধ্যমে বীমা পণ্য বিপণনের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের মাধ্যমে বীমা বিক্রয়ের এক অভিনব পদ্ধতির নাম ব্যাংকাসুরেন্স। যার মাধ্যমে ব্যাংক ও বীমাকারীর যৌথ প্রচষ্টায় গ্রাহকগণ দ্রুত ও নির্ভরযোগ্য বীমা সেবা গ্রহণ করতে পারবে। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডসের মতো দেশের ব্যাংকগুলো নিজস্ব পণ্যের পাশাপাশি বীমাপণ্যও বিক্রি করে এবং বাংলাদেশেও এর বিশাল সম্ভাবনা রয়েছে।

নতুন বই এমনভাবে লেখা হয়েছে যে, ব্যাংক ও ইন্স্যুরেন্সে সম্পৃক্ত কর্মী-কর্মকর্তাগণ উপকৃত হবার পাশাপাশি যারা ব্যাংকাসুরেন্সে ক্যারিয়ার গড়তে চান তাদের বিশেষ সহায়ক হবে। এছাড়াও বইতে বিশেষ কিছু বিষয়ে আলোকপাত করা হয়েছে, যাতে প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক ও বীমা কর্মকর্তা উভয়ে নিজ নিজ অবস্থানে পেশাগত সাফল্য দেখাতে পারে।

মেলা প্রাঙ্গণে শাপলা দোয়েল প্রকাশনীর ২৬৭ নং স্টলে বইগুলো পাওয়া যাবে। এছাড়াও ঘরে বসে অনলাইনে অর্ডার করে বই সংগ্রহ করতে পারবেন। বইমেলা উপলক্ষে থাকছে সমগ্র বাংলাদেশে ফ্রী বই হোম ডেলিভারি দেওয়ার সুবিধা। প্রি-অর্ডার করলে পাবেন স্পেশাল ডিসকাউন্ট।’