ফেসবুকের দুঃখপ্রকাশ

এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো বিভ্রাট তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ফেসবুক। শুক্রবার ২ ঘণ্টা বিশ্বব্যাপী বিভ্রাটের জন্য আরেকটি ত্রুটিপূর্ণ কনফিগারেশন পরিবর্তনকে দায়ী করেছে প্রতিষ্ঠানটি।

তারা নিশ্চিত করেছে এই বিভ্রাটে সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন ইন্সটাগ্রাম, ম্যাসেঞ্জার এবং ওয়ার্কপ্লেসের উপর প্রভাব এসেছে।

এক বার্তায় প্রতিষ্ঠানটি বলেছে, গত দুই ঘণ্টায় যারা আমাদের সেবাগুলিতে প্রবেশ করতে সক্ষম হয়নি তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত। সমস্যাটি ঠিক করেছি, সবকিছু এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

সাম্প্রতিক বিভ্রাটে কিছু ব্যবহারকারীর ইন্সটাগ্রাম লোড হচ্ছিলো আর অন্যরাে ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠাতে পারছিলো না।

এর আগে গত সোমবার রাত সাড়ে ৯টার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশে হঠাৎ করে ফেসবুক, হোয়াটসআপ ও ইনস্টাগ্রাম বিভ্রাটের শিকার হয়। সবকিছু ঠিকঠাক করে গ্রাহকদের কাছে সেবারও দুঃখ প্রকাশ করে তারা।