ফের বেড়েছে জ্বালানি তেলের দাম

ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ফের বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সরবরাহ সংকট এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কায় জ্বালানি পণ্যটির মূল্যবৃদ্ধি পায়। খবর বিজনেস রেকর্ডার।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় মজুদ থেকে স্থানীয় বাজারে জ্বালানি তেল সরবরাহের ঘোষণা দেয় চীন। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু শুক্রবার উল্টো দাম বেড়ে যায়।
আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ ডলার ৫৯ সেন্ট বা ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৫ ডলার ৬ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ৮০ সেন্ট বা ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৩ ডলার ৯৩ সেন্টে।