ফেরিডুবির ঘটনা তদন্তে উপকমিটি গঠন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনসহ ফেরি ডুবে যাওয়ার ঘটনা তদন্তে একটি উপকমিটি করা হয়েছে। আজ বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে এ উপকমিটি গঠন করা হয়।

চার সদস্যের উপকমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন সংসদীয় কমিটির সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। অন্য সদস্যরা হলেন, রনজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ ও আছলাম হোসেন সওদাগর।

ফেরি ডুবির ঘটনা সার্বিকভাবে তদন্ত করে উপকমিটিকে সংসদীয় কমিটিতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে আজকের বৈঠকে প্রতিবেদন জমার জন্য কোনো সময় নির্ধারণ করে দেয়া হয়নি। শিগগিরই সময় নির্ধারণ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা।

এর আগে গতকাল বুধবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পৌঁছে রো রো ফেরি আমানত শাহ। এসময় ফেরিটিতে ছিল ১৭টি ট্রাক, একটি প্রাইভেটকার ও আটটি মোটরসাইকেল। ঘাটে পৌঁছার পর তিনটি গাড়ি নেমে যাওয়ার পরই কাত হয়ে ডুবতে শুরু করে ফেরিটি। ফলে সেসময় ফেরিতে থাকা যানবাহনগুলোও ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানীর খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার পর্যন্ত চারটি পণ্যবাহী ট্রাক ও পাঁচটি কভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।