ডিজিটাল লেন্ডিংয়ে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২১’-এ ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। এফএমসিজি পার্টনারদের জন্য চালুকৃত ব্র্যাক ব্যাংকের ডিজিটাল লেন্ডিং সল্যুশন ‘বাকি প্রজেক্ট’ ফিনটেক ইনোভেশনে সেরা নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ অ্যাওয়ার্ডের আয়োজন করে। সম্প্রতি এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংককে এ পুরস্কার দেয়া হয়। ব্যাংকের ডিএমডি মো. সাব্বির হোসেন এবং হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম ঢাকার শেরাটন হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রেস্ট গ্রহণ করেন।