প্রস্তুত হচ্ছে রাজাকারের তালিকা, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ

রাজাকারের তালিকা করতে কমিটি করা হয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তালিকা এখনও হাতে পাইনি, পেলে প্রকাশ করা হবে।

রোববার নতুন করে শহীদ বুদ্ধিজীবীর নাম ঘোষণার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

এসময়, মোট ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর নাম ঘোষণা করে একটি খসড়া তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এরমধ্যে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী সাহিত্যিক এবং সাংবাদিকদের নাম রয়েছে।

নতুন এই খসড়া তালিকাটি ১৪ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা হিসেবে দেয়া হবে বলেও জানান তিনি।

খসড়া তালিকা সূত্রে জানা যায়, নতুন এই তালিকায় শিক্ষক ১৯৮ জন, চিকিৎসক ১১৩ জন, আইনজীবী ৫১ জন, প্রকৌশলী ৪০ জন, সাহিত্যিক ১৮ জন এবং ১৮ সাংবাদিককে শহীদ বুদ্ধিজীবী হিসেবে ঘোষণা করেছে মন্ত্রণালয়।