জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন অভিনয় নিয়েই ব্যস্ত। একক ও ধারাবাহিক-দু’ধরনের নাটকেই নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। পাশাপাশি তার প্রযোজনা সংস্থা থেকে তৈরি হচ্ছে নতুন একটি ধারাবাহিক নাটক। এ নাটক এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
* এখন কী নিয়ে ব্যস্ততা যাচ্ছে?
** অভিনয়ের কাজটাই বেশি করছি। তবে প্রযোজনায়ও ব্যস্ত হওয়ার ইচ্ছা আছে। শিগ্গির নতুন একটি ধারাবাহিক নাটকের নির্মাণ কাজ শুরু করব। এখন এটির প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছি।
* নতুন ধারাবাহিক নাটকটির গল্প কী ধরনের?
** এটির প্রাথমিক একটি নাম দেওয়া হয়েছে ‘অদল বদল’। লিখছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করবেন সোহেল রানা ইমন। আগামী ৪ নভেম্বর থেকে নাটকটির শুটিং শুরু হবে রাজধানীর উত্তরার একটি লোকেশনে। মনস্তাত্ত্বিক থ্রিলার গল্প নিয়ে এটি তৈরি হচ্ছে। আশা করছি শুটিং শেষে দ্রুতই একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার করতে পারব।
* এ ধারাবাহিকে আপনিও কি অভিনয় করবেন?
** সে রকম পরিকল্পনা আছে। আমি কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করব। এখন থেকেই চরিত্রটি নিয়ে প্রস্তুত হচ্ছি। কারণ আমি যেসব নাটকে অভিনয় করি তার প্রত্যেকটির শুটিংয়ের আগে প্রস্তুতি নিই। যেন শুটিংয়ের সময় সহজেই চরিত্রে একাত্ম হওয়া যায়। এ নাটকের গল্পটিও বেশ ভালো। কিছু বক্তব্য রয়েছে এর গল্পে। আশা করছি প্রত্যাশা অনুযায়ীই এটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।
* আপনার অভিনীত ‘একশতে একশ’ নামের একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে টিভিতে। এটি নিয়ে সাড়া কেমন পাচ্ছেন?
** নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। যার কারণে সম্প্রতি মাছরাঙা টিভি চ্যানেল নাটিকটিকে আরও একশ পর্ব প্রচারের ঘোষণা দিয়েছে। এটি অবশ্যই হয়েছে নাটকটির দর্শকপ্রিয়তার কারণে। এ নাটকের একজন অভিনয়শিল্পী হিসাবে বিষয়টি নিয়ে আমারও ভালো লাগছে।
* ডিজিটাল প্ল্যাটফরমের কাজে অভিনয়শিল্পীরা ঝুঁকছেন এখন। আপনি করছেন না কেন?
** আমি আসলে টিভির কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকছি। তবে ওটিটি প্ল্যাটফরমের জন্য একটি নাটকে অভিনয়ের বিষয়ে কথা চলছে। চলতি মাসেই এটির শুটিং হওয়ার কথা রয়েছে। বর্তমানে এটির গল্প পড়ছি। সব ঠিক থাকলে এটিতে আমি অভিনয় করব।
* করোনাভাইরাস থেকে কীভাবে সুরক্ষিত থেকে কাজ করছেন?
** প্রথমত আল্লাহর অশেষ রহমত আছে আমার ওপর। এ ছাড়া আমার অভিনয় যারা পছন্দ করেন তারাও আমার জন্য দোয়া করেন সব সময়। সব মিলিয়েই আমি ভালো আছি। তবে নিজেকে যতটুকু সম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করছি।