ময়মনসিংহে ভালুকায় প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্বক ছবি পোস্ট করায় ভালুকা মডেল থানা পুলিশ মো. পারভেজ মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে।পারভেজ মিয়া ভালুকার জামিরদিয়া,আইডিয়াল, নয়ানীপাড়া এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।এ ঘটনায় ভালুকা মডেল থানায় মামলা নং-২২/২০২১ রেকর্ড করা হয়েছে।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যঙ্গাত্বক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে প্রচার করেন মো. পারভেজ মিয়া।
রবিবার (১৭ অক্টোবর) ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(১),২৯(১),৩১(২) ধারায় মামলা নং- ২২ দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারভেজ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যঙ্গাত্বক ছবি এবং অশালীন ক্যাপশন সহ শেয়ার করে। যা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নজরে আসলে তোলপাড় সৃষ্টি হয়।
পরে সঙ্গীয় ফোর্সসহ দেড় ঘন্টার মধ্যেই শনিবার রাতে অভিযুক্তকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ এস.আই মতিউর রহমান। ঘটনার পরের দিন রবিবার দুপুরে পুলিশ অভিযুক্তকে আদালতে প্রেরণ করলে বিচারক পারভেজ মিয়াকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, থানায় মামলা রেকর্ড করা হয়েছে, এবং আসামী এরেস্ট করে আদালতে প্রেরণ করা হয়েছে।