প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে কম্বল প্রদান : এনআরবিসি ব্যাংক

শীতার্ত ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে অনুদানের কম্বল তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এ সময় ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম উপস্থিত ছিলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন।