পেয়াজ সংকট সমাধানে বাণিজ্যমন্ত্রণালয় যা চাইবে অর্থমন্ত্রণালয় থেকে সব কিছু সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, পেঁয়াজের বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় দেখভাল করে। আমার কাজ অর্থ দেয়া। পেঁয়াজের জন্য বাণিজ্য মন্ত্রণালয় যা চাইবে সব দেয়া হবে।
তিনি আরো বলেন, আমার জানা মতে পেঁয়াজের কোনো ইমপোর্ট ডিউটি নেই।পেঁয়াজ আমদানির জন্য কোন বাধা থাকে না।
বৃহস্পতবিার প্রধানমন্ত্রী জাতীয় সংসদে পেঁয়াজের সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছেন।সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবে।
দুর্নীতি প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, যে অর্থনীতে দুর্নীতি থাকে সেই অর্থনীতি টেকসই হতে পারে না।আমরা টেকসই উন্নয়ন করবো।সকল ধরনের দুর্নীতিকে বাদ দিয়ে সামনে এগিয়ে যাবো।