পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো কিছু আসন্ন বাজেটে থাকবে না বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি জানান, আসন্ন বাজেটে পুঁজিবাজার উন্নয়নে এনবিআরের কাছে বেশকিছু প্রস্তাব দেওয়া হয়েছে। পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়ে এমন সিদ্ধান্তই সরকার নেবে বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাজারকে স্থিতিশীল করার জন্য সরকার খুবই আন্তরিক। তাই বিনিয়োগকারীদের বাজারের প্রতি আস্থা রেখে বিনিয়োগে অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন মিনহাজ মান্নান ইমন।
তিনি আরো বলেন, বর্তমানে দেশের প্রায় ১ কোটি লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পুঁজিবাজারের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। আর এই পুঁজিবাজারের গতি আরো বাড়ানোর জন্য মেম্বারদের কাছ থেকে আদায়কৃত অগ্রিম কর হার ০.০৫ শতাংশ থেকে ০.০১৫ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়েছে।
বাজারে বিনিয়োগকারীদের সক্রিয় করার জন্য তাদের ডিভিডেন্ড ইনকাম ২৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত কর অব্যহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির জন্য তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য ২০ শতাংশ করার দাবি জানানো হয়েছে।
এনবিআর ডিএসই’র দাবিগুলোকে যৌক্তিক মনে করে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশ্বাস দিয়েছে। তাই আসন্ন বাজেট পুঁজিবাজার বান্ধব হবে বলে মনে করেন মিনহাজ মান্নান ইমন।