স্কুল থেকে নদী পরিষ্কার অভিযানে গিয়ে ১১ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের জাভা প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইসলামিক জুনিয়ার হাই স্কুলের ১৫০ জন শিক্ষার্থী শুক্রবার স্থানীয় একটি নদীতে পরিচ্ছন্নতা অভিযানে গিয়েছিল। এ সময় ২১ জন শিক্ষার্থী পা পিছলে নদীতে পড়ে যায়।
বান্দুং সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান ডেডেন রিদওয়ানস্যাহ জানান, তখন আবহাওয়া ভালো ছিল এবং নদীতে কোনো বন্যাও হয়নি। যেসব শিক্ষার্থীরা ডুবে গিয়েছিল, তারা পরস্পরের হাত ধরে ছিল। তাদের মধ্যে প্রথমে একজন পিছলে পড়ে যায়। হাত ধরে থাকার কারণে অন্যরাও তার সঙ্গে পানিতে পড়ে যায় বলে জানান তিনি।
পরে উদ্ধারকারী দল ও স্থানীয়রা ১০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করে। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।