ব্যবসা সম্প্রসারণের জন্য আব্দুল মোনেম লিমিটেড ও পদ্মা ব্যাংকের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্পতি পদ্মা ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আহসান চৌধুরী এবং আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এএসএম মাইনউদ্দিন মোনেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে ফরেন এক্সচেঞ্জ, ফান্ডেড-ননফান্ডেড, লোনসহ বিভিন্ন রকম সেবা রয়েছে।