নেপালকে সার সহায়তা দেবে বাংলাদেশ

Bangladesh flag with Nepali flag on a tree stump isolated

নেপালকে ৫০ হাজার টন ইউরিয়া সার সহায়তা দিচ্ছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো অন্য কোনও দেশকে বাংলাদেশ সার সরবরাহ করছে। আগামী ১৭ ডিসেম্বর প্রতি টন ২৬৩ ডলার হিসাবে ১১১ কোটি টাকার একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তত্ত্বাবধানে এই সহায়তা দেওয়া হচ্ছে।

দেশের অভ্যন্তরে চাহিদা অব্যাহত রেখে এই সার সরবরাহ করা হবে জানিয়ে তিনি বলেন, এটি দ্রুতই নেপালে পাঠানো হবে।

২০১৯ সালে নেপাল সার চেয়েছিল, কিন্তু তখন বাংলাদেশ রাজি হয়নি বলে জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, চট্টগ্রাম বা মোংলা বন্দর ব্যবহার করে নেপাল এর আগে অন্য দেশে থেকে সার আমদানি করেছে। কিন্তু এই প্রথমবারের মতো বাংলাদেশ তাদের সার সরবরাহ করছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন এবং নেপাল কৃষি সামগ্রী সংস্থা এই চুক্তি সই করবে।