আজ সোমবার সকাল ১০ টায় লেনদেন শুরু পর থেকেই শেয়ার বিক্রির চাপে পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। অবশ্য বেলা ১২ টার পর থেকে সূচক কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সকাল ১০টায় লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ৬৮৩ পয়েন্টে। বেলা ১১টা ৪৬ মিনিটে ৪৮ পয়েন্ট কমে সূচকটি ৬ হাজার ৬৩৫ পয়েন্টে নেমে আসে। অবশ্য এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সূচক।
এ প্রতিবেদন লেখার সময় আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৬ হাজার ৬৬২ পয়েন্টে দাঁড়িয়েছে সূচকটি। এসময় পর্যন্ত ডিএসইতে ৩৫১ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ২১৮টির আর অপরিবর্তিত ছিল ৪১টির দর।