নারী উদ্যোক্তাদের তিন দিনব্যাপী পণ্য প্রদর্শনী উৎসব

দিনাজপুরে নারী উদ্যোক্তাদের তিন দিনব্যাপী পণ্য প্রদর্শনী উৎসব
‘নিজেরাই উদ্যোক্তা হোন, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনুন’ স্লোগানে দিনাজপুরে নারী উদ্যোক্তাদের তিন দিনব্যাপী পণ্য প্রদর্শনী উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নারী উদ্যোক্তাদের সংগঠন দিনাজপুর বিজনেস গ্রুপ-এর আয়োজনে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে এ উৎসবের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

অনুষ্ঠান উদ্বোধনের আগে নারী উদ্যোক্তারা দিনাজপুর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পণ্য প্রদর্শনী উৎসবে সমর্থন জানান দিনাজপুর উইমেন্স বাইকার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন। উৎসবে নারী উদ্যোক্তাদের নিজস্ব তৈরি পণ্যের ৩০টি স্টল দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কারুশিল্প, নানা ধরনের খাদ্য, শাড়ি, থ্রি পিছ, কেকসহ নারী উদ্যোক্তাদের তৈরিকৃত বিভিন্ন পণ্য।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের উৎসাহ ও সহযোগিতা প্রদানকারী এবং শ্রেষ্ঠ উদ্যোক্তাদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শুক্রবার বিকাল ৩ টার দিকে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

উৎসবের অন্যতম আয়োজক বর্ণি আহম্মেদ জানান, ঘরে বসে নারীরা যেন স্বাবলম্বী হতে পারে এবং নিজ পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা এবং এর প্রসার ও প্রচার ঘটাতে পারে তার জন্য এই উৎসব। কোনো অবস্থাতেই নারীরা আর পিছিয়ে নেই।

উদ্বোধনী অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হোন প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর সারাদেশে এখন হাজার হাজার নারীর ঘরে বসে পেশাজীবী হয়ে গেছেন। অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে বাড়ি বসেই অনলাইন ও অফলাইনে তা বিক্রি করছেন। এতে নারীরা নিজ পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে এবং স্বাবলম্বী হচ্ছে।

দিনাজপুর বিজনেস গ্রুপের এডমিন বর্ণি আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর উইমেন্স চেম্বারের সভাপতি জান্নাতুন সাফা শাহীনুর, দিনাজপুর উইমেন্স বাইকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রেনু, বিজনেস গ্রুপের নুসরাত হাসান প্রমুখ।