নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ১৮ অক্টোবর সোমবার শেখ রাসেল দিবস – ২০২১ উপলক্ষে সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জাবেদ, পলাশ থানা ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ ইলয়াস, ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
পুস্তস্তবক অর্পণের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী বলেন, বাঙালি জাতি যুগে যুগে অসংখ্য মহান ব্যক্তিত্বকে জন্ম দিয়েছে। পঞ্চাশ বছরেরও বেশি সময় আগে বাঙালি জাতির মধ্যে আবির্ভাব ঘটেছিল এমনই এক ক্ষণজন্মা প্রতিভাবান শিশুর। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল। মাত্র ১১ বছর বয়সে ‘৭৫ এর সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে তাকেও হত্যা করা হয়। কিন্তু জীবনের এই স্বল্প কয়েকটি দিনে রাসেল হয়ে উঠেছিলেন সমগ্র বাঙালি জাতির পরম বন্ধু স্বরূপ।
তিনি আরো বলেন শেখ রাসেল যদি আজ বেঁচে থাকতেন, বঙ্গবন্ধুর অবর্তমানে তিনি হতেন মুজিব স্বপ্নের সোনার বাঙ্গলা গড়ার সত্যিকারের একজন কারিগর।