নরসিংদীতে গাড়ি চাপায় মোটরবাইক আরোগী নিহত

 

নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক গাড়ির চাপায় বিসিক কর্মকর্তা মো:মোশারফ হোসেন (৫৪) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে । বৃহস্পতিবার ২১ অক্টোবর রাত আটটার দিকে আহত অবস্থায় এম্বুলেন্সে করে নরসিংদী থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সৈয়দনগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে ।

নিহত মো:মোশারফ হোসেন বিসিক জেলা কার্যালয় নরসিংদীর সম্প্রসারন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন । তিনি মনোহরদী উপজেলার লেবুতলা এলাকার মৃত হেলাল উদ্দিনের পুত্র । বিসিকের প্রমোশন কর্মকর্তা নূর মোহাম্মদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

বিসিক নরসিংদী শাখা ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় , মোশারফ হোসেন বৃহ:বার সন্ধ্যায় নরসিংদী সদরের সাটিরপাড়া এলাকা থেকে অফিস শেষ করে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি মনোহরদীর লেবুতলার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা সিলেট মহাসড়ক ধরে শিবপুরের সৈয়দনগর এলাকায় পৌঁছালে কোনো এক অজ্ঞাতনামা গাড়ির সাথে ধাক্কা লাগে। এসময় মহাসড়কে সিটকে পড়ে যায় মোশারফ হোসেন । পরে স্থানীয়দের সহায়তায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে এম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় ।

বিসিকের প্রমোশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরন করে। পরে নারায়নগঞ্জের পাঁচরুখী নামক এলাকায় পৌঁছালে তিনি মৃত্যুবরন করেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের কনস্টেবল শামসুল আলম নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , আসলে কোন গাড়ি কিভাবে চাপা বা ধাক্কা দিলো তা এখনও বলতে পারছিনা। মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে । এবিষয়ে পরবর্তী ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে ।