নতুন বাণিজ্য সচিবের দ্বায়িত্ব গ্রহণ

সরকারি আদেশ জারি হওয়ার দুই দিন পরই নতুন দ্বায়িত্বভার গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব মোহা. সেলিম উদ্দিন।বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় বদলি সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার নতুন কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেন তিনি।

এ দিন বাণিজ্য মন্ত্রণালয়ে যোগদানের আগে সকালে মোহা. সেলিম উদ্দিন তার আগের কর্মস্থল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যান। সেখানে তাকে বিদায় সংবর্ধনা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। একই সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব সাঈদ মোহা. বেলাল হায়দারকে বরণ করা হয়।

দুপুরের পরে মোহা. সেলিম উদ্দিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে নিজ কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দেন।

প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, সরকারি চাকরিতে বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। তবে অপেক্ষাকৃত বড় পরিসরের দায়িত্ব পাওয়া নিশ্চয়ই আনন্দের। কাজের পরিধি বাড়লে দায়িত্বও বাড়ে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনেক বিষয় রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভরশীল। এক্ষেত্রে সেখানকার অভিজ্ঞতা কাজে লাগানো যাবে বলে তার বিশ্বাস।

এন এস