ধর্ষণ ও ধর্ষণের পর প্রাণ বাঁচাতে পুলিশকে ফোন করার পাশাপাশি মেয়েদের ব্যাগে সবসময় কনডম রাখা উচিত, ফেসবুক স্ট্যাটাসে এমনটাই লিখেছেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র নির্মাতা ড্যানিয়েল শ্রাবণ।
এই নির্মাতা লিখেছেন, ‘হিংস্রতা ছাড়াই ধর্ষণ বৈধকরণই হলো ধর্ষণের শিকার নারীর প্রাণ বাঁচানোর একমাত্র উপায়। হত্যা হলো পাপ ও অপরাধ। আর ধর্ষণ হলো সংশোধনমূলক শাস্তি। আইন দিয়ে কোনও ন্যায়বিচার হচ্ছে না। ধর্ষণের এজেন্ডা মেজাজ ও সময়ের ভিত্তিতে ধর্ষকদের যৌন চাহিদাই পূরণ করছে।’
ড্যানিয়েল শ্রাবণ পোস্টটি দেয়ার পরপরই সেটি ভাইরাল হয়ে যায়। তাকে ঘিরে সমালোচনার ঝড় উঠে। পরবর্তীতে তিনি পোস্টটি ডিলিট করেছেন কিন্তু তাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিবাদ থামেনি। অভিনেতা ও অভিনেত্রীসহ অনেক অঙ্গনের মানুষই তার এই পোস্টের সমালোচনা করেছেন।
এদিকে ড্যানিয়েল শ্রাবণ এই পোস্টের বিষয়ে জানিয়েছেন, তিনি তার পরের ছবির ভিলেনের কিছু সংলাপ ব্যবহার করে পোস্টটি দিয়েছেন।