দ.কোরিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৭

দক্ষিণ কোরিয়ার উদ্ধারকাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার পর নিখোঁজ রয়েছেন ওই হেলিকপ্টারের সাত আরোহী। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে সাত আরোহীসহ ওই হেলিকপ্টারটি সাগরে বিধ্বস্ত হয়।

আজ শুক্রবার সকাল থেকেই বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। বিমান ও কয়েকটি নৌকা নিয়ে নিখোঁজ সাত আরোহীকে খোঁজা হচ্ছে। উদ্ধার কর্মকর্তা সিওং হো-সিওন স্থানীয় গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ওই হেলিকপ্টারটি কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে বিধ্বস্ত হয়। আমরা উদ্ধার অভিযানে নেমে এখন পর্যন্ত আরোহীদের কোনো খোঁজ পাইনি।

এ দুর্ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, হয়তো সাত আরোহীর সবাই সাগরে তলিয়ে গেছেন। সিওং হো-সিওন আরও বলেন, একটি বিশেষ উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল ওই হেলিকপ্টারটি। বৃহস্পতিবার বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।