দেশে আরও ২৪ করোনা রোগী শনাক্ত

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৪ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৫৬ জন।

তবে ২৪ ঘণ্টা দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রয়েছে।

রোববার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।