দেশের যে ২২ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘কণ্ঠ’

 

ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কলকাতার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘কণ্ঠ’। যেখানে শিবপ্রসাদ ও পাওলি দামের সঙ্গে ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান।

গেল মে মাসে কলকাতায় ‘কণ্ঠ’ মুক্তির পর চুটিয়ে ব্যবসা করে। আমেরিকার কয়েকটি রাজ্যেও সাড়া ফেলে। শুক্রবার (৮ নভেম্বর) থেকে কণ্ঠ চলছে বাংলাদেশের ২২ প্রেক্ষাগৃহে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সে কণ্ঠ’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে যারাই ছবিটি দেখেছেন, তারা বলেছেন একথায় ‘কণ্ঠ’ পয়সা উসুল সিনেমা!

একনজরে দেখে নিন দেশের যেসব প্রেক্ষাগৃহে চলছে ‘কণ্ঠ’:

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ঝিগাতলা), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার, মহাখালী), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা), বলাকা সিনেওয়ার্ল্ড (নিউ মার্কেট), মধুমিতা (মতিঝিল), শ্যামলী সিনেমাস (শ্যামলী), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), বর্ষা (জয়দেবপুর), চম্পাকলি (টঙ্গী), আলমাস (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), মণিহার (যশোর), রূপকথা (পাবনা), সোনিয়া (বগুড়া), শংখ (খুলনা), লিবার্টি (খুলনা), মডার্ন (দিনাজপুর), নন্দিতা (সিলেট) এবং সিনেমা প্যালেস (চট্টগ্রাম)।

‘কণ্ঠ’ ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এনেছে ইমপ্রেস টেলিফিল্ম। অন্যদিকে এই ছবিটির বিপরীতে পশ্চিমবঙ্গে গিয়েছে জয়া আহসানেরই বাংলাদেশের ছবি ‌‘খাঁচা’।