গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী (৪৫) নামে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নিহতের ছেলে ও বড় ভাই। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতের ভাই, হাসপাতালে চিকিৎসাধীন আজাফর আলী বলেন, তিনি গতকাল রোববার রাত ১১ টার দিকে ভুরুলিয়া এলাকায় নিজেদের বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় তিন- চারজন যুবক তাকে অতর্কিতে কিল ঘুষি মারে। পরে একটি স্কুলের সামনে ওই যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে আবারও হামলা চালায়। হামলায় তারা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ইজাফর আলী মারা যান।
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল করিম বলেন, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ইজাফর আলী নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। কী কারণে তাদের ওপর হামলা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা দায়েরসহ অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।