Human Disease নিয়ে কিছু অজানা কিন্তু মজার কিছু তথ্য শেয়ার করছি।। আশা করছি সবার ভালো লাগবে৷
১. দুনিয়াতে আবিষ্কৃত রোগের সংখ্যা প্রায় ত্রিশ হাজার (30,000) ।
২. আংশিক বা সম্পূর্ণ চিকিৎসা আবিষ্কৃত হয়েছে মাত্র দশ হাজারের (10,000) । তার মানে পৃথিবীর জানা রোগের দুই তৃতীয়াংশ রোগের চিকিৎসাই মানুষের অজানা।।।
৩. প্রতি মাসে গড়ে আবিষ্কার হয় প্রায় ২২টা রোগ। আগে ইনফেকশন বেশি আবিষ্কার হতো, এখন বেশি হচ্ছে নন ইনফেকশাস ডিজেজ।।
৪. সমাজ সভ্যতা আধুনিক হচ্ছে, বিজ্ঞান আগাচ্ছে, সাথে সাথে রোগ তত #পাজি হচ্ছে।।। সাথে যোগ হচ্ছে এন্টিবায়োটিক Resistance… ।।
৫. আমরা অনেকেই রোগ এবং সিন্ড্রোম এর পার্থক্য বুঝি না।। শারীরিক কোনো malfunction এর ফলে যে অসুবিধা হয়, তাই Disease বা রোগ।। আর সিন্ড্রোম হলো- শরীরের যে কোনো একটা Factor এর সমস্যার জন্য যদি একাধিক Symptom Manifestation হয়, সেটা হলো সিন্ড্রোম। sickness হলো personal feeling অফ ভালো না লাগা, সেটা রোগ বা নিরোগ শরীরেও হতে পারে।।
৬. ভুল চিকিৎসার চেয়ে অজানা চিকিৎসার জন্য বেশী ভয়ে আছে চিকিৎসক সমাজ।। তাইতো মেডিকেল সাইন্সে কমনতম শব্দ হলো #idiopathic…
৭. Leprosy বা কুষ্ঠ রোগকে পৃথিবীর সবচেয়ে পুরানো রোগ হিসেবে বিবেচনা করা হয়।।
৮. বিরল রোগ হলো তা যা প্রতি দুই লাখ বা তারচেয়েও বেশি মানুষের মধ্যে একজন রোগী পাওয়া যায়।। পৃথিবীতে বিরল রোগের সংখ্যা প্রায় ৭ হাজার।
৯. রোগে মৃত্যু কারন হিসেবে এক নাম্বারে আছে হার্ট এটাক, দুই নাম্বারে স্ট্রোক। হার্ট এটাকে প্রতি বছর সারা দুনিয়ায় প্রায় ১ কোটি এবং স্ট্রোকে ৫০ লাখ মানুষ মারা যায়।।
১০. Small Pox ১৯৭৬ সালে নির্মুল হয়ে যায়।। পক্স এর নামের আগে Small আসার কারন, হলো Syphillis কে Secondary Stage এর Rash কে বলা হতো Great Pox.. কিন্তু পরে জানা গেলো সিফিলিস Virus নয়, এটা ব্যাক্টেরিয়া দিয়ে হয় এবং এটা একটা পচা টাইপের STD.. তখনই এই রোগ নিয়ে ঠেলাঠেলি শুরু হয়।। ইংরেজরা সিফিলিসকে বলতো এটা ‘French disease’..ফ্রেঞ্চরা বলতো এটা ‘Spanish disease..জার্মানরা বলতো ‘French evil’, রাশিয়ানরা বলতো এটা ‘Polish disease’.. পোলিশরা বলতো- এটা ‘Turkish disease’, তুর্কিরা বলতো এটা ‘Christian disease’ and জাপানিরা বলতো এটা
‘Chinese pox.’
১১. পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ম্যালেরিয়া রোগে।। গত ৫ হাজার বছরে শুধু ম্যালেরিয়াতেই মারা গেছে প্রায় ৫০০ কোটি মানুষ।। দ্বিতীয় অবস্থাতে Tuberculosis.. যার দ্বারা মৃতের সংখ্যা প্রায় ১০০ কোটি। তৃতীয় স্মল পক্স – যার দ্বারা মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ কোটি।। চতুর্থ অবস্থানে প্লেগ, যার ২৪ কোটি মানুষ মারা গিয়েছে।। এর পরের অবস্থান গুলো ইনফ্লুয়েঞ্জা, এইডস ও কলেরার।।
(সংগৃহীত)