খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি মো. শাকিলকে (৫২) হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম রেংকার্য্য এলাকায় এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান রহমান কবির রতন। নিহত মো. শাকিল মেরুং ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান রহমান করিব রতন জানান, ‘ব্যক্তিগত কাজে শাকিল রেংকার্য্য এলাকায় যান। রাতের তার মারা যাওয়ার খবর পাওয়া যায়। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে, তা আমরা এখনো জানতে পারিনি।’
তিনি জানান, মেরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি মো. শাকিলকে খুনের পর তার লাশ একটি গাছে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, মেরং রেংকার্য্য এলাকায় আওয়ামী লীগ সভাপতি শাকিলকে হত্যার ঘটনাটি বিস্তারিত পরে জানানো যাবে।