দিপীকার মা হওয়ার ইঙ্গিত দিলেন রণবীর!

বিয়ে করেছেন তিন বছর হতে চললো, এখনো মা-বাবা হওয়ার কোনো খবর দিতে পারেননি জনপ্রিয় বলিউড তারকা দিপীকা পাড়ুকন ও রণবীর সিংহ। এ নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায়। তবে তাদের কেউই বিষয়টি নিয়ে কখনো মুখ খুলেননি। এই প্রথম ‘দ্য বিগ পিকচার’-এর প্রোমো ভিডিওতে দিপীকার মা হওয়ার ইঙ্গিত দিয়েছেন রণবীর!

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। রণবীর নিজেই জানিয়েছেন, ‘আপনারা তো জানেনই যে আমার বিয়ে হয়েছে, এবং আর ২-৩ বছরের মধ্যেই বাচ্চাও হয়ে যাবে।’ বলা হচ্ছে, এখনই নাকি ভেবে ফেলেছেন এই অভিনেতা। রণবীর নাকি দীপিকার ছোট সময়ে ছবির মতো মিষ্টি একটা মেয়ে চান।

এমনকি অভয়ের উদ্দেশে রণবীর আরও বলেন, ‘ভাই, আপনার বৌদি (দীপিকা) ছোটবেলায় এত মিষ্টি ছিল না… আমি তো রোজ ওর ছোটবেলার ছবি দেখে ওকে বলি, ঠিক এমনই কাউকে এনে দাও আমায়।’ বাচ্চার সম্ভাব্য নামের তালিকাও বানিয়ে ফেলেছেন। অকপটে স্বীকার করলেন সে কথাও।