গত মে মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে ১১ দিনের যুদ্ধে জড়ায় ইসরায়েল। ওই সময়ে দেশটিকে নিশানা করে প্রায় ৪ হাজার ৪০০ রকেট ছোড়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো
গত মে মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে ১১ দিনের যুদ্ধে জড়ায় ইসরায়েল। ওই সময়ে দেশটিকে নিশানা করে প্রায় ৪ হাজার ৪০০ রকেট ছোড়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোফাইল
লেবাননের সামরিক-রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল। তবে সংঘাত শুরু হলে দিনে দুই হাজারের মতো রকেট হামলা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে দেশটি। ইসরায়েলের জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তা এএফপিকে এমন তথ্য জানিয়েছেন।
চলতি বছরের মে মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন সশস্ত্রগোষ্ঠীর সঙ্গে ১১ দিনের যুদ্ধে জড়ায় ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, ওই সময়ে দেশটিকে নিশানা করে প্রায় ৪ হাজার ৪০০ রকেট ছোড়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। ইসরায়েলের দাবি, রকেটগুলোর ৯০ ভাগই ঠেকিয়ে দেয় তাদের প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’। এত রকেটের মধ্যে ৩০০টির কম রকেট আঘাত হানতে সক্ষম হয়।