তেলের ট্যাংকার কিনছে এমজেএল বাংলাদেশ

তেলের ট্যাংকার কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী, বৃহৎ আকারের এ ট্যাংকার কিনতে কোম্পানিটির ব্যয় হবে ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া এ ট্যাংকারের জন্য বাংকার, স্পেয়ার, লুব্রিক্যান্টস, রেজিস্ট্রেশন ও আইনি খাতে কোম্পানিটিকে অতিরিক্ত আরো ৯ লাখ ৭৬ হাজার ডলার ব্যয় করতে হবে। কোম্পানির মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে এসব জানা গেছে।

এমজেএল বাংলাদেশ সম্প্রতি চলতি ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। অবশ্য আয় বাড়লেও এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা প্রায় ২০ শতাংশ কমেছে।