রাজধানীর তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ডের অন্তর্গত ১ ও ২ নং ইউনিট আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে তেজগাঁও এলাকায় এই সম্মেলন হয়।
নেতারা বক্তব্যে, দেশে চলমান শুদ্ধি অভিযানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি সরকারী বিভিন্ন কর্মকান্ড, উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বাংলাদেশকে উন্নত দেশে পরিনত করার জন্য জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল জনগনতে শেখ হাসিনার পাশে থাকার আহ্ববান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেজগাঁও থানা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল আউয়াল শেখ, ২৬ নং ওয়ার্ড সভাপতি সাহাবুদ্দিন পাটোওয়ারী,
জহিরুল হক জিল্লু, শামীম হাসান, সফিউল্লাহ নাজিম, আবু তাহের, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা প্রমূখ।
আওয়ামীলীগের অন্য সংগঠনের হাজারো নেতা-কর্মী মিছিলের মাধ্যমে সম্মেলন স্থলে প্রবেশ করেন। আওয়ামী লীগ নেতা সেলিম রেজার নেতৃত্বে নৌকা প্রতীকের বিশাল মিছিল হয়। একই সাথে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিপুল জনসাধারণের উপস্থিতি প্রমাণ করেন তিনি।