তিন মাসে ফেসবুকের রেকর্ড মুনাফা অর্জন

এত সমালোচনার ঝড়ের কবলে পড়েও মুনাফার তুঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বছরের তৃতীয় প্রান্তিকে এই কোম্পানির মুনাফা হয়েছে ৯০০ কোটি ডলার। বিভিন্ন কারণে বিশেষ ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপন কমলেও খুব একটা নেতিবাচক প্রভাব পড়েনি আয়ে।

নানা সমালোচনার পরও মুনাফার তুঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে ৯০০ কোটি বিলিয়ন ডলার মুনাফা করেছে। গত বছর একই সময়ে ফেসবুকের মুনাফা ছিল ৭৮০ কোটি ডলার।

অ্যাপলের আইওএস ১৪ অপারেটিং সিস্টেম নতুন প্রাইভেসি আপডেটের কারণে বিজ্ঞাপনও পৌঁছাতে পারছে না ফেসবুক অনেক ব্যবহারকারীর কাছে। ফেসবুকের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকটি গুরুতর অভিযোগ তুলে আলোড়ন সৃষ্টি করেন মাধ্যমটির সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হাউগেন। বিভক্তি সৃষ্টি, শিশুদের ক্ষতি করা, নিরাপত্তার চেয়ে মুনাফার দিকে বেশি ঝোঁক, গণতন্ত্র দুর্বল করাসহ ফেসবুকের বিরুদ্ধে হাউগেনের অন্যান্য অভিযোগ নিয়ে বিশ্বব্যাপী চলছে আলোচনা-সমালোচনা।

বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন নথিতে দেখা যায়, বিদ্বেষমূলক বক্তব্য ও যুক্তরাষ্ট্রের বাইরে মানবপাচার প্রচার সংবলিত কন্টেন্ট সরাতে বারবারই ব্যর্থ হয় ফেসবুক। এমন পরিপ্রেক্ষিতে বিবিসির মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, ফেসবুক তিন মাসে ৯ বিলিয়ন ডলারের মুনাফা করেছে।

ফেসবুকের বিরুদ্ধে আনা সাম্প্রতিক অভিযোগ সম্পর্কে প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সোমবার বিনিয়োগকারীদের বলেন,প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গত ১২ মাসে মাধ্যমটির মাসিক ব্যবহারকারীর হার ৬ শতাংশ বেড়েছে। মাসিক ভিত্তিতে ২৯১ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। অবশ্য গত কয়েক মাসে ফেসবুকের আয় অনেক বাড়লেও অ্যাপলের গোপনীয়তা নীতির কারণে রাজস্ব আয় কিছুটা কমেছে।

অ্যাপলের আইওএস ১৪ অপারেটিং সিস্টেমে সম্প্রতি গোপনীয়তা নীতি হালনাগাদ করা হয়েছে। এখানে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারির কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়া কয়েকটি ব্র্যান্ডের পক্ষে কঠিন হয়ে পড়েছে। নতুন এই নীতির প্রভাব স্বাভাবিকভাবে ফেসবুকেও পড়ছে। এ বিষয়ে ফেসবুক জানিয়েছে, বছরের শেষ তিন মাসেও অ্যাপলের গোপনীয়তা নীতির কারণে ডিজিটাল ব্যবসায় কিছুটা নেতিবাচক প্রভাব পড়বে। তবে এ পরিবর্তনের সাথে ফেসবুক অভ্যস্ত হবে।

ফেসবুকের প্রধান আর্থিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা ডেভিড ওয়েহেনার জানান, হার্ডওয়্যার ডিভিশন ফেসবুক রিয়েলিটি ল্যাবের জন্য ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তারা। বিজ্ঞাপন বিক্রি থেকে তৃতীয় প্রান্তিকে কোম্পানির আয় হয়েছে ২ হাজার ৯০০ কোটি ডলার। গেলো বছর একই সময়ে হয়েছিল ২ হাজার ১০০ কোটি ডলার।