আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানুষকে সহজ ও সাশ্রয়ী লেনদেনের সুযোগ করে দিতে দেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংক লিমিটেড থেকে খুব সহজেই ফান্ড ট্রান্সফার বা আন্তঃলেনদেন সুবিধা চালু করেছে ‘নগদ’। সম্প্রতি ঢাকা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সেবাটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নগদের সিইও রাহেল আহমেদ, সিএমও শেখ আমিনুর রহমান, সিএসও মো. শিহাব উদ্দিন চৌধুরী এবং ঢাকা এমডি ও সিইও এমরানুল হক, উপব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) এএমএম মঈন উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ, এসইভিপি এবং করপোরেট ব্যাংকিং বিভাগের প্রধান আখলাকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।